চশমা'টা খুব পাজী হয়ে হায়
            হারায় যেথায় সেথায়
দেখি-নাতো কিছু, কেমনে তারে  
খুঁজে মরি কোথা কোথায়…    
খাটের দেরাজে, গাড়ির গ্যারাজে
            বইয়ের স্তূপের ফাঁকে
ঘুলঘুলি খুঁজি আলমারি খুঁজি
খুঁজি রান্না ঘরের তাকে…  


নেই সে তো কোথা; ফুস মন্তর
             বেমালুম খোওয়া যাওয়া!
হাত-পা; না কি গজালো ডানা  
হয়ে গেল পুরো হাওয়া!
পড়াশোনা লাটে, সিরিয়াল মিশ  
             সবকিছু ঘেঁটে —ঘ  
আয়নার আগে দাঁড়িয়েই দেখি  
একেবারে আমি —থ!


চশমা'টা বসে নাকের ওপরে
             খবরদারি সে করছে
নাজেহাল আমি, তারিয়ে তারিয়ে
উপভোগ তাও করছে!
এইবার ব্যাটা পেয়েছি তোকে
            নজরদারি’তে রাখতে
আরও একজোড়া নতুন চশমা  
ভাবছি হবে কি কিনতে!!  
==================================================
এই কবিতাটি প্রিয় কবি দিদিভাই পারমিতা ব্যানার্জি'র কবিতা "নতুন চাই" থেকে অনুপ্রাণিত। কবিতাটি প্রিয় দিদিভাই কে উৎসর্গ করলাম...