করতাল বাজিয়ে আনন্দ করতে চাও ?  কর
বেহালা, মাদল বাজালেও আমার আপত্তি  নেই
বাদ্যের তালে তালে যদি কেউ কোমর দোলাতে চাও
দোলাতে পার। এখনই গরু জবাই করা হবে
শরীর থেকে মাংস আলাদা করা হবে, অতঃপর
সুবিধামত পিস করে কারী, রেজালা –তুমি যা চাও ;
কলিজা ভুনা করতে পার, অথবা তেহারী, নেহারী করে
হাড়গুলো চিবিয়ে বা চুষে খেতে পার অনায়াসে-  
আমি কিছু বলবো না । আর আমার মনে করা,
না করাতে তোমার কিবা যায় আসে ?
জানি, আমার সন্তানেরা এতীম হয়ে যাবে –
ওদের জন্য আমার কোন সুপারিশ বা অনুরোধ নেই;
শুধু এটুকু বলি, ওরা গায়ে গতরে অনেক ছোট
ওরা এতো ছোট যে, ওদের খেয়ে তোমাদের উসখুস দূর হবে না
নিজেদের ভবিষ্যত চিন্তা করে ওদের রেখে দিতে পার খোঁয়াড়ে
আবার কিছুদিন চাষবাসের কাজেও লাগাতে পার
তোমাদের ছেলেমেয়েদের রাস্তা পারাপারের কাজে লাগাতে পার
আরো কতো গৃহকাজ আছে না ?
নিশ্চিন্তে ব্যবহার করতে পার যাচ্ছেতাই –
ওহ!  দেরি করছো কেন?
ও বুঝতে পেরেছি , কষ্ট দিয়ে মারতে চাও, আরো কষ্ট ? মারো –
নাকি উৎসব চলবে আরো কিছুক্ষণ ?
প্লিজ, দেরি করোনা ,
একটা একটা হাত পা কাটার চেয়ে গলা কাটা ঢের  ভালো -
আর আমি তো একটা গরুই , তোমাদের ভয় কি ?
আর আজকাল গরু ছাড়া কেউ কি
সত্যি কথা বলে?
সোজা পথে চলে ?