বেলাশেষে একে একে ঘরে ফিরে সব সাজানো নাটক
ঘরে ফিরে হলুদিয়া  কুটুম, দিনলিপির নীরব পাঠক ।
গোধূলির আবেশে উলু দেয় কেউ, কেউবা আযান  
সুর্যটা নোয়ায় মাথা, আকাশ আঁকে নীল অভিমান।  
তনু-ঘেষে দাঁড়ায় এসে,  এক চারুবাক পাখির ডানা  
কোলে নিয়ে, চিবুকেতে চুমু খায়, এলোকেশী ফারজানা ।
এ ধারে আঁধার নামে হেতা, থেমে যায় কোলাহল
সদ্য-বিধবা জমিলার ঘরে,  মহাজন খোঁজে জল ।
এখানে শিশু ঘুমায়, ঘুমায় বৃদ্ধ-বণিতা, ঘুমায় অন্ধকার
শুধু জেগে থাকে পতিত জমি আর চতুর জমিদার ।