যখন চাঁদ ছিলো না, চাঁদের কণা হাঁটছিলো
মাটির একটা ঘর ছিলো, ঘরে  ছিলো জোছনা
জোছনা ভরা কবিতা ছিলো, জলপুকুরে গল্প ছিলো
বুকের লোমে সাহস ছিলো, চোখের কোণে স্বপ ছিলো
চাল ছিলো না, চুলোও না, ছিল কিছু আশনা ।


আজ আকাশে চাঁদ উঠেছে হাতির মতো মত্ত
ইঁদুর-ছানা, শষ্য-দানা, জোছনা খাবে সত্য
বিত্ত খাবে, খাবে ঘটি-ভরা ভোর-আজানের চিত্ত
বাতায়নের বাতাস খাবে ঐন্দ্রজালিক শেয়ারে
মধ্যমাকে কেটে নাকি সমান করবে ডেয়ারে !


আমার এখন মরণদশা দশভূতের চক্করে
আবুবকর হিসাব মিলায় কলাগাছের চত্তরে
তোমার নাকি বেলকনিটা, উঠোনটাও অবসরের
চাঁদের আলো তোমার জানি, জোনাকগুলো কোন বাদরের?
আকাশ কেন কাঁদবে বসে পৌষ-আবেগে
চাঁদ কি জানে, মোমের আলো শেষ হয়েছে, শেষ কবে?