চাকা ঘুরছে অবিরাম
খোলা জানালা হাওয়া দিচ্ছে
বত্তিকা ঘুমিয়ে আছে কাঁধ বালিশে
চুল উড়ছে নাকের ডগায়
চিবুকে চুমু খাচ্ছে চুলের আগ্রভাগ
বাতাসের দুষ্ঠুমি খেলা মিলিয়ে যাচ্ছে বাতাসে, আর
উড়নার লুকোচুরি ছবি আঁকছে নিষ্পলক চোখে, অতঃপর
বৃত্তিকা কি স্বপ্ন দেখছে?
আমিও কি স্বপ্ন দেখছি?
নাকি আমরা দুজনেই খুঁজে চলেছি
নতুন কোন মন্ময় ঠিকানা -
যেখানে মিশে যায় দুটি নদীর মোহনা …