মনে মনে গালমন্দ করে কি হবে বলো?  
যদি মন্দ বাসতে নাহি পার কালবেলা অথবা
চোখে চোখ পড়তে যদি মুখ ফেরাতে নাহি পার,
স্বপ্নের জাল যদি ইঁদুর কুট কুট হয় কখনো,  
ভাদুরে বৃষ্টিতে চোখ ধোয়ার মিথ্যে অভিনয় যদি
পরিহার করতে নাহি পার মান্দাকিনি  হাসিতে,
মুখের উপর দরজা বন্ধ করতে,  হাতে যদি  
শেকল-পরা ছল - তবে কেন মিছে এতো চেছামেছি
চেচেনের  বিনয়?


আমড়া কাঠের ঢেঁকি আমি চিরকাল,  
না হয়, কিছু আমড়া এনে দেবো, আচার বানিয়ে খেও-  
এনে দেবো মিথিলা রাতের ঘুম…  
ঘুমের অভিনয়ে বন্ধ আখিপল্লবে
যৌবনের প্রথম চুম....
তবুও, যদি না মেলিবে নয়ন,  
শীতের রাতে বুকের পশমে নিও ওম; আর  
গীতল জলে ভেসে ভেসে
হারাবে যদি
হারাও, অমরাবতীর দেশে।