তুমি চিমটি কাটলে বুঝ, ঘুসি বুঝনা
কানাকানি বুঝ, চিৎকার বুঝ না
আকাশ বুঝ, নীল বুঝ না
বিরাগ বুঝ, রাগ বুঝ না
অভিমান বুঝ , মান বুঝ না।


গাড়ির পাশে কি, ড্রাইভার তা বুঝে
ডানে বামে গাড়ি আছে কিনা তাও বুঝে
সামনে যা কিছু তা দেখে অনায়াসে
পিছনে দেখে লুকিং গ্লাসে...
যাত্রীর নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমন এবং
পথচারীর নিরাপত্তা বিধানসহ
ভীড়, জ্যাম ঠেলে ড্রাইভার এগিয়ে চলে,
পুরো গাড়ি তার শরীর যেন।


আজকাল আমি তোমার মন বুঝি
বুঝি ইচ্ছে  অনিচ্ছে
বুঝি কথা ও ব্যথা
ভিতর ও বাহির.....
এখন নিজেকে পুরোদস্তর  ড্রাইভার  মনে হয়।


তোমরা যারা আফিস চালাও
তোমরা যারা দেশটা চালাও
তোমাদের কি এমন হয়?