আমার ধারণা ছিলো ফেসবুকে শুধুই ফেসের ছবি
হাসি হাসি মুখগুলো দেখে তাই মনে হচ্ছিলো,  
অতঃপর দেখি গাছের মুখ, মাছের চোখ ও নদীর
দুঃখগুলো শুয়ে আছে জড়াজড়ি করি বুকের উপর -  
উপরে ও নীচে কিছু পরিচয়গীতি আছে আঁকা
মাঝখানে বসে আছে এক জীবন্ত নতুন কবিতা।
এমনি করে যাচ্ছিলো সুখে গল্পের দিনকাল  
লাইক, কমেন্টস এর কখনো হয়নি আকাল
দিন যায়, কতো অচেনারে যায় চেনা  
অলস সময়ের ফিরে অপুষ্ট যৌবন, আর  
ডানে ও বামে উঁকি দেয় কিছু বিজ্ঞাপন
সেইসাথে বহমান নগ্ন কামচিত্র অকারণ …


একদা নীলক্ষেতে নীলছবি পাওয়া যেতো
পাওয়া যেতো পিন-আপ কিছু বই ও ম্যাগাজিন
এইখানে পুলিশের গুতো ছিলো, ছিলো ট্রাঙ্কের লক …


এখন শুধু সুখ আর সুখ, এসেছে ডিজিটাল ফেসবুক
ছেলে-বুড়ো সকাল, বিকেল, মধ্যদুপুর
আড়িপাতে নারী জমিনের উঁচুনিচু ঢাল ও পদ্মপুকুর …