গন্ধ শুঁকে  শুঁকে হাজির হয়েছি এক বালিকার কাছে
এসে দেখি বালিকা আর বালিকা নেই
মাধবীলতার মতো ফুলেল অভ্যর্থনায় দাড়িয়েছে
নদীজল  ছল ছল চোখে
আমি অবাক থেকে নির্বাক, অতঃপর হতবাক;
আফ্রোদিতি নাকি স্বয়ং দূর্গা বুঝিনি
বুঝার অনবসরে উকি দেয় স্মৃতির মিনার
মনে পড়ে একদিন আমি  তারই ছিলাম
বকুল কুড়ানো দিনে বউছির বর
মৌবনে তখনো উঠেনি গুনগুন -
সে ছিলো শুধুই বিধাতার দান, আত্মার যুগল টান
আজি তার নয়নের বাঁকে দেখি নতুন বদ্বীপ এক
এইখানে এসে উবে যায় গণিতের জটিল হিসেব -
ব্যথার পাহাড়ে ঝুম হয়
কষ্টের নদীতে উকি দেয় সিন্দবাদ ...
এইতো আমার সবুজের দেশ
এখানে আমি হাসলেই ফুল হাসে
আমি গাইলেই পাখি গায়...