জ্যামে আটকে আছে পৃথিবী
বুধ, শুক্র আপন  অক্ষে, নাকি কক্ষচ্যুত
বৃহিস্পতির শনির দশা এখনো কাটেনি -
আমি মঙ্গলে বসে তোমার মঙ্গল কামনায়
উড়াল দিয়েছি নিহারিকা থেকে নিহারিকায়;
ভেবেছো, আমি আবার উড়াল শিখলাম কখন?


কেমন করে সেই আমি এই আমি হলাম জানি না
তবে এখন আমি যখন ইচ্ছে শুন্যে সাঁতার  কাটতে পারি
জলে ডুব দিতে পারি, আর
একহারা জমিনে সাতহারা ফসল ফলাতে পারি।


তোমার বেদ, বিধান আমি পড়েছি
মন্দির কাবা ছুঁয়ে  দেখেছি
দেখেছি মরু, প্রেইরি, গৌড়, সমতট
দেখেছি ভূত, অদ্ভুত, কিম্ভুত সব মসনদ
দেখেছি কাবিল, ইয়াজিদ, হিটলার
অত্যাচার,ব্যাবিচার, স্বৈরাচার;
সময়ের চক্রে তুমি, আমি,  স্বামী
দাম দিয়ে কিনি এতোটুকু বৈতরণি
ভাবিনি ন্যায় অন্যায়.......


এতো  যে দেনা-পাওনা, এতো যে কারবার
ভেবেছো কি একবার
সঙ্গীবিহীন পারাপার?
কেবা তুমি হীন, দূর্বল, সঙ্গীন অতি ?
হাতে রাখো হাত
শেখো জীবনের ধারাপাত
দুই হাতে বাজাও তালি
হোক অদ্ভুত এক শুরু
জেগে উঠুক সব মায়ামৃগ।