নোনাজলে নাইতে আসে এক ঝাঁক পাখি
কেউ ঢেউ ভাঙে ডানায়
দু’চোখ মেলে ঢেউ গুনে কেউ,
কেউ ঢেউয়ের জন্মের খোঁজে দূরবীন চোখে
উল্টায় দিগন্তের জলজ ভাঁজ
কেউবা শঙ্কচিলের ডানায় চড়ে
হারায় চোখের নীলে, আবার  
কেউ চেখে দেখে জ্বিবের ডগায়
নুনের মত ভালোবাসা ...


বুকের ভেতর সমুদ্র নামে
আমি তাই নামিনি জলে
বিকেল গড়িয়ে সন্ধ্যা হোক
আঁধার তাড়ানো জোছনা নামুক
ডুবে মরুক অন্ধ কামুক ... ।  


সব পাখি সমুদ্রে যায়
আমিও যাব সাগর সঙ্গমে
আমাকে তুমি ডেকে নিও
ডেকে নিও ............