কবিতার শরীর নিয়ে আর কত খেলতে চাও -  
শব্দের ফোস্কারা কথা বলতে শুরু করলে বুঝতে
খেলারামের শরীরচর্চার দৌড় বা ঝাপ কতদূর!
শব্দের পুষ্টিগুণ যাচাইয়ে আমদানি করা কোচ
সংকরায়নের মাত্রা মাত্রাতিরিক্ত প্রয়োগের লোভ
সংবরণ করতে ব্যর্থ হয়েছে কিনা তা খুঁজতে
নতুন শব্দকোষ পথে পথে চাঁদা উঠাতে ব্যস্ত হলে
পন্ডিতমশাই লেবু কচলাতে কচলাতে পার্শ্ববর্তী চিনির
খোঁজে বিনা শর্তের ঋণের দায় বর্ধমানের বলদের
কাঁধে চাপিয়ে দিয়ে আপন পেটে ঢোলক বাজায়
সদ্য ঘুম থেকে উঠা শব্দভেদী রাজকবি।
আমিষ ও শর্করার অভাব পুষিয়ে নিতে
এতোটুকু স্নেহের উজানে চলে কঠোর অনুশীলন;
এবার পদ্মা মেঘনার শব্দের জলে নাইবার যেয়ে
শুনেছি সাঁতারে হাতেখড়ি হবে গুইসাপের -
বেদবাক্য ডুবে মরে পাপ যদিও বাপের বাপের।