বৈশাখী ঝড় বহে গ্রীষ্মের দুপুরে
আমতলা জেগে উঠে ঠুং ঠাং নূপুরে ।
কাঁচা আমে খাঁচা ভরি আনন্দ অপার
উঠোনেতে চোঙ রাখি বৃষ্টি মাপার ।
পুকুর-ঘাট সয়লাব উজানি কৈ
আঁচল ভরি রাখি গুড়-মুড়ি-খই ।
পাকা ধানে ভরে উঠে মাঠ আর প্রান্তর
সোনা রঙে রেঙে যায় কৃষকের অন্তর ।
রাস্তায় বসে নানা পসরার মেলা
ধান দিয়ে কেনাকাটা হয় সারাবেলা ।
মেঠোপথে চলে কত গরুর গাড়ি
ধান বেচি কিনে মনু নতুন শাড়ি ।
কাস্তেটুক বাঁকা চাঁদ পূর্ণ চাঁদ কিষাণীর মুখ
সোনাবউ হেসে উঠে ভরে যায় বুক ।