যখনই ফুলের দিকে তাকাই, সেও আমার দিকে তাকায়
পটোলচেরা চোখে নিষ্পলক তাকিয়ে রয়
ব্যথার ঢেউ আঁচড়ে পড়ে ভুরুতে
হাসিগুলো মিশে যায় পরাগরেণুতে
স্মৃতিগুলো দোল খায় পাপড়িতে
আমি কিছুই বুঝতে পারিনি শুরুতে!


যখনই সবুজের দিকে তাকাই, সেও তাকায় আমার দিকে
আর, বার বার হাতছানি দিয়ে ডাকে দিগন্তে
দেখি, তোমার শাড়ির আঁচল মিশে আছে ধানের ক্ষেতে
শিশির বিন্দুগুলো বসে আছে তোমার ছোঁয়ার অপেক্ষাতে
প্রাজাপতিগুলো ব্যস্তসমস্ত তোমার আগমনী মহড়াতে
ঘাসফড়িঙগুলো নেচে বেড়ায় ঘাস থেকে ঘাসেতে
ছোটপাখি উড়ে যায় সুখ নিয়ে চঞ্চুতে  
আমি কিছুই বুঝতে পারিনি শুরুতে!


যখনই আকাশের দিকে তাকাই, সেও আমার দিকে তাকায়
নীলাক্ষীর নীল মায়া মেলে ধরে সে,
সাদা কাগজের চিঠিগুলো মেলে ধরে মেঘেতে
অভিমানগুলো গাঢ় হয়ে থাকে নীলেতে
ইচ্ছেগুলো মেলে ধরে রঙধনুতে
অতঃপর রশ্মি বেয়ে নেমে আসে এ চোখেতে
আমি কিছুই বুঝতে পারিনি শুরুতে!