ভিজেছি আমি একা,
মন্দ লাগেনি তাতে।
তুমি যদি থাকতে,
আনন্দ হতো বহুমাত্রাতে।


তুমি যদি আস,
ভিজবো আবার কাল।
ঘুরবো এদিকওদিক,
উড়িয়ে প্রেমের পাল।


অপেক্ষা করছি আমি,
আস তাড়াতাড়ি।
একটু পরে বৃষ্টি থামিলে,
হবেনা প্রেমের জড়াজড়ি।


লাল শাড়িখানা ভিজে
মিশে যাবে যখন গায়ের সাথে,
মনে হবে তখন তোমার মতো,
অপরূপা নেই আর ধরিত্রীতে।


কেমন প্রেমিকা তুমি?
বুঝি না আমি।
স্বপ্নের ফানুস উড়িয়ে,
স্বপ্নেই থাকো তুমি
২৪.৭.২০১৭ খ্রিঃ