তোরা চলরে যাবি, চল,
চল,আমার সাথে চল।
শহর ছেড়ে গ্রামে এবার চল,
চলরে তোরা চল,
চল, আমার সাথে চল।


গ্রামের ঐ মেঠো পথে দিয়ে
ঘুরবো সারাবেলা,
বিকেল হলে খোলা প্রান্তরে গিয়ে
খেলবো নানান খেলা।
চল,যাবি তোরা চল,
চল, আমার সাথে চল।


শহরের কোলাহল
লাগেনা আর ভালো,
শান্তির নীড়
গ্রামে এবার চলো।
চলরে,তোরা চল,
চল, আমার সাথে গ্রামে এবার চল ।


গ্রামকে যদি বানাই শহর,
গ্রামের মানুষ গ্রামে রইবে
হবে না আর কোলাহল।
চলরে তোরা চল,
চল, আমার সাথে গ্রামে চল।


ছোট্ট একটি দেশ,
যেথায় অনেক লোকের বাস।
সবাই যদি ঢাকায় যায়,
ঢাকার হবে সর্বনাশ।
চলরে তোরা চল,
চল, আমার সাথে গ্রামে চল।


এখন মোদের গড়তে হবে অনেক ঢাকা,
তখনি কেবল ঢাকা হবে ফাঁকা।
চলরে তোরা চল,
ঢাকার মতো ঢাকা গড়ি,
গ্রামে সবাই ফিরে চলি।
চল, তোরা সবাই চল,
গ্রামে ফিরে চল।


শিক্ষা প্রতিষ্ঠান আর কলকারখানা
গড়বো মোরা গ্রামে,
তখন দেশের ভারসাম্য রইবে,
সবজায়গায় সমানে সমানে।
চলরে তোরা চল,
চল, এবার গ্রামে চল।


গ্রামের সবুজ শ্যামল ছায়া,
ডাকছে মোদের মায়ায় মায়ায়।
দেরী নয় আর,
চল,গ্রামে ফিরে চল।
চলরে তোরা চল,
চল, আমার সাথে গ্রামে চল।।


জালাল আহম্মদ ভূঁইয়া
প্রধান শিক্ষক, চৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোবাইলঃ ০১৮১৮-৮৫২৩২৩