আচ্ছা বনমালি তুমি বলো তো
যাকে ভোলার নয়-
তাকে কি ভোলা  যায়?
তুমি আমায় দেখো,
আমার দুচোখ সারাদিন,
শুধু তাকিয়ে থাকে
তোমারই মতো আরেকজন
বনমালির দিকে।
জানো তুমি ?
আমি তোমায় দেখে চমকে উটি ,
নিমিষে পৌছে যাই সেই
আনন্দপুরের ঝোপ ঝাড়ে ,
সেথায় আমি চিরকালই ফুলখুকী ,
সে কি দুপুরি বাতাসের হিল্লোল হিজল ঝরা মাস
দোলনায় দোলানো পিড়ি আজ ও আমায় তাড়া করে
স্মৃতির জোয়ার তোমার আঙ্গিনায় থমকে দাঁড়ায় ।
যাকে ভুলার না বল তাকে কি ভুলা যায় ।