পিয়াসীকে জল দিও না তৃষ্ণা মেটাতে পারবে না
সঙ্গিহীনা কে সঙ্গ দিও না বন্দী হয়ে যাবে
অপেক্ষা করো না সেটি খুব কষ্টের হয়
প্রেমিকার জন্য যারা এক বিন্দু জল ফ্যালে
তারা আহাম্মক নাম্বার এক
এখন মন কেজি কেজি বিক্রি হয়
টাকায় ঢাকায় গ্রামে গঞ্জে
দেবদাসের প্রেম
চন্ডিদাসের প্রেম
সেকালের কথা
তোমরা প্রেমের দায়ে
একে অপরকে খুন করো
উপাধি পাও ঘাতক
সেকালের প্রেমের উপাধি ছিল মজনু
সে আপন সত্তা কে ভুলে
লাইলি লাইলি বলে একাকার
তোমরা রূপক হয়ে  গেছো
প্রেমের সংজ্ঞা বুঝো না
মৌলিকতায় ফাটল ধরেছে
তাই প্রেম কোরো না
তা রক্ষা করতে পারবে না
প্রেম ঈশ্বরের দান
প্রেম কাপুরুষের আত্মতৃপ্তি না
প্রেম মহা পুরুষের আত্মতৃপ্তি
যারা বিরহ বহন করে স্বর্গবাসী হয়
পোড়া অন্তর দিয়ে তারা আশেক মাশুক হয়