সেই ভালো-
শূন্যতায় ছেঁয়ে গেছি আমি,
যত কথা ছিল একে একে,
গেঁথেছি শুকনো বকুলের মালা।
তোমার অনুভূতি জানি না!
কেমন আছো?
আমি খুব ভালো আছি,
না পাওয়ার মাঝে।
আকাশ ভুবন দুজনাতে,
কত মিল রয়েছে।
আকাশ কি কোন দিন ভুবন কে,
ছুঁতে নেমেছে নিচে?
বর্ষণে হয় দেখা দুজনার,
ছুঁয়ে যায় মাটির আল্পনায়,
সেই ভালো সুদূরে রয়েছি দুজনা।
জানো তো কলঙ্কের কালিমা,
না ছুঁলে লাগে না;
ঝরে না কলি না ফুটিলে।