আমার কোন  বিলাসী তান্ডব নেই
সবাইকে নিয়ে  যা বন্টনে পাই
তাই নিয়ামত হিসেবে খাই।
গয়না কিংবা জৌলুসের কোন রুচি নেই,
অতি আনন্দ পরনিন্দা,
অহংকার শাণ-সওকত,
এইসব কিছুই না চাই।
শান্ত রক্ত বিনয়ী ভাষন,
নির্বাক দৃষ্টিভঙ্গি চেতনা বিহীন,
ঘন্টা বাজিয়ে দিনের শেষে একটি পালক ফেলি।
এমনিতে জড়িয়ে ধরে ভাবনারা,
বলে সৃষ্টির কোন বাড়ি?
আমি তখন উত্তর  খুঁজতে যাই,
কাফন পরি শিরে।
মাটি চাপা দিয়ে ধরে দুই পাঁজরে,
দলিল বেরিয়ে আসে দৃষ্টির নাগালে,
গুনাহ আর গোনা ছাড়া প্রমাণ কিছু নাই,
দিন গেল বুঝি বিফলে।
এখন ভাবনা গুলো কান্নার বৃষ্টি হয়ে ঝরে।
হায় হায় কি হবে দশা?
মরার পরে।