কি দারুন লাগছে মাকে সাদা শাড়িতে
কক্ষময় বেহেস্তের হুর উজালা করেছে,
হয়তোবা এখন,
নিসঙ্গ বাবা।
অপেক্ষায় আছে পথ চেয়ে মায়ের,
বাবার বিরহে মা'ও পুড়ছে,
আঁখি জল ঝরছে।
হু-হু করে উঠছে একা একা মা।
কি করে ভুলবে বাবা কে,
ওরা ছিল হংস মিথুন এক জোড়া,
বাবার হৃদপিন্ড'ই ছিল মা।
মা কে ছাড়া বাবার পৃথিবীতে সূর্য উঠতো না
সাদা শাড়ি শান্তির প্রতীক,
প্রেমের প্রতিদান।
বিনা আগুনে  পুড়ছে মা সাদা শাড়ি পরে
এটাই পবিত্র বেশ,
মৃত্যু সাজ করবে বহন।