রাত কে ভীষন ভালোবাসি,
সে নিরিবিলি।
নিশির সকল প্রাণ এনেসথেসিয়া গ্রাস করে নেয়,
আমি শুধু নিশি জাগি বিষণ্নতায় ,
যে রাতে উঠে পূর্ণিমার চাঁদ আকাশ আলোয় ঝলমল
চাঁদের সাথে একা জাগতে ইচ্ছে হয়,
চাঁদের বুকে মাথা রেখে,
দেখি বৈচিত্রময় সৃষ্টির সব দান।
আমিও যেন একটি গ্রহ,
কানন মল্লিকায় রাতের বাহার ছড়ায়।
আনন্দ ধারায় বিরহী রাত জাগি,
আজ হয়তো মিলনে মুকুল সৌরভ মেলবে।
চাঁদ তারা আকাশ আমি হবো এক,
প্রতি রাতে নিশির সাথে হবে মোলাকাত।