চার হাজার তিনশত আশি দিন নির্বাসনে ছিলাম
আমার নিখীল নিবিড় মেঘে ঢাকা ছিলো
ভূ-খন্ডে ছিলো নৈরাশ্যের খরা
বিদায় নিয়েছিলো বাসনার আশারা
ডুমুরে ছিলো তরু তারুণ্যের ডগালতা
আদ্রতা হারা ছিল পাতার সবুজ
আজ সাহারায় প্রণয় ঝর্ণা প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।
আনন্দ ধারায় বাজিমাত
আর হীরা জহরত পরশ দিয়ে বুকের পার
পুনঃনির্মাণ করছে
সাদা নিশান উড়িয়ে
বললো ভালবাসি ভালবাসি
অনেক ভালবাসা দিবো
বিনিময়ে আমি তোমার প্রেম অরণ্যের
ছায়া নীড়ে নির্বাসনে যাবো
তুমি আমায় ভক্তির পথের নিশানা দেখাবে
মহা তৃপ্তির মহাস্থানে সাঁকো
বন্ধন স্থাপিত হয়
ঝিরিঝিরি বাতাস
তেরো দিনের যৌবনা চাঁদ
সারারাত মায়ার পরাগ ছোঁয়ায়
তন্দ্রাভরা মাধবীরাত তন্দ্রাবিহীন পোহায়