আমার ছোট্ট কুঠিরে যারা পদধূলি ফেলে যাননি
সে বাংলার সুখের সংসারের রূপ রেণুর
গৌরবের বাহার ছুঁতে পাননি
দুঃখ সুখের আহাজারি নয়
রাজকীয় কস্'মেটিক্সের বাণিজ্য নয়
মাল্টিমিডিয়ার প্রডাক্ট ও নয়
মাতৃত্বের সীমানায় দাঁড়ানো আমি সীমাহীন অটল
মায়াময়ী মা প্রতিমা।
গুন যদি কারো হয় প্রোয়জন,
আসেন আমি পুঁজি ছাড়া সওদা দেবো।
একটু যদি উপেক্ষিত হন নারী মহল,
সব শ্রেণীর নারীর সাথেই সেমিনার করতে চাই।
নারী ফোরামের সবাই অনেক গুণের অধিকারী,
শুধু একটু জায়গায় ফের।
শুকরিয়া নাই ,বিলাস বহুল থাকা খাওয়া চাই
প্রচুর সোনা দানা  চাই,
আর স্বামীর কান টেনে উত্তর দক্ষিণে ঘোরাতে চাই।
মাগো মাতা মহী বিশ্ব নারীর সকল নারী,
ছেলে-মেয়ে প্রতিটি মায়েরই খুব কষ্টের ফসল;
আপনার প্রসবের ব্যাথা কি ভুলে গেছেন?
ধীরে ভোগ করুন পৃথিবী ।
আগ্রাসন নারীর কাজ নয়,
নারী নিজেই জান্নাতের বর্ণনা।
নারী তুমি প্রভুর নিয়ামত,
প্রাচুর্যের মোহনায় মন হারাবার নয়।
তুমি মৃত্তিকা,
প্রাণ প্রভুর বন্ধু ওপারের বাসিন্দা।