আত্মার ক্ষুধাকে জাগ্রত করার জন্য
একটু বিরহের বিষপান করবো
প্রেমকে ভুলে থাকার জন্য একটু
সাধকের পথ অবলম্বন করবো।
নিজের অস্তিত্বকে  ভুলে থাকার জন্য
ভাবের ভেলায় ভেসে বেড়াবো
প্রভুকে পাওয়ার জন্য হিংসা -নিন্দা
কাম ক্ষুধা জবর দখল থেকে দূরে থাকবো
নিজেকে ন্যায়ের শুধায় স্নান করবো
প্রভু প্রভু ডেকে প্রভুকে পাগল করবো
চরণ সেবিবো আপন দ্বার খুলে দিবো
দেহ মন্দির সজ্জায় সাজাবো
নদী যেমন যৌবনে ভরে উঠে
সাগর যেমন শান্ত থাকে
গরিব যেমন ধনবান হয়
নিঃসন্তানের যেমন সন্তান হয়
অত্যাচারী যেমন মজলুম হয়
প্রেমহীন যেমন প্রেমে ভাসিয়ে দেয় বিশ্বময়
তেমনি সব উজার করে দিবে আমার
প্রভু ওয়াদা দিবে আমায়