প্রেমিক কে মেয়েরা ভুলে যায়
প্রেমিক যখন স্বামী রূপ ধারন করে,
কর্তা হয়ে যায়।
একটু বাজার সদাই দিয়ে,
নারীর ব্যক্তি সত্ত্বাকে কিনে নিয়ে,
রেখে দিলো খোয়ারে।
বাবা নমনীয়-কমনীয় সোহাগময়,
স্রোতে ভাসিয়ে রাখে বৃত্ত।
পরিপূর্ণ শুধু পরিপূর্ণতায়;
কোথায় রাখবে সে ধন?
যাবে পরের ঘর।
মঙ্গল হোক মঙ্গল হোক,
যেথায় থাক্ ভাল থাক্,
এই আশীষ রইলো আমার।
প্রেমিক নামক স্বামী,
হাড় মাংস সবই;
লেবুর রস হয়ে যাক স্ত্রীর।
প্রেমিকই স্বার্থপর।
সব বাবাই উৎসর্গ করে দেয় নিজেকে  আজীবন।