বললে -আজ কি প্রেমের কোনো কবিতা লিখেছো?
মাথা নেড়ে বুঝালাম -না।
খানিক পরে কিছু লাজে কিছু অনুরাগে বললাম
আমায় দিয়ে এসব লেখাটেখা হবে না।
আদরে বসিয়ে পাশে, বললে-হ্যাঁ তাই তো দেখছি।
আজও বাংলা সাহিত্যের অনেক পেছনে পরে আছো
আমি তোমার টল টল সৃজনশীল দুটি আঁখি দেখছিলাম,
কি সুন্দর? তোমার মানিক জ্বলা।
মুখখানি তে সহসা চমৎকার  হাসি,
আমার সব কথা তোমার খুশবু রেনুতে দিয়েছি মাটি।
সাধুবাদ জানাই স্রষ্টা,
কানায় কানায় ভরে দিয়েছো প্রেম এই হিয়ায়।
মুল্'ক জুড়ে প্রাণী জগতে,
উদ্ভিদে নিংরে ঝেরেছি থলে,
তবু তো হয় না শেষ প্রেমের।
দিব্বি চলেছে বেড়ে,
তারপর তরঙ্গে আমি তোমার।
সুরেলা মেলডিতে অগ্রসর হই,
তোমার কথায় আমার প্রাণের ক্ষুধা মেটে।
তোমাকে অঙ্গাঅঙ্গি পেতে চাই,
যখন তুমি চলে যাও বহুদূরে।
আমি শুধু তোমায় চাই নিঃশ্বাসে বলে,
কিন্তু তুমি এ শপথ নিয়েছিলে।
চেপে ধরে আমার দুটি হাত -
"মাধবী ফুটেছে ঐ
তারারা উঠেছে ঐ
আমি কি তোমার নই"?।