কবিতা বিষয়ক ভাবনা নিজেকেই  প্রকাশ করা
নিজের দুঃখ কে সানন্দে নিজের ব্যানার থেকে
অন্যের মননে প্রবেশ করা
পাঠক যখন কবিতায়  প্রবেশ করে
তখন মনে হয়
আমাকে শান্তনা দেবার কেউ আছে
আমি কারও সাথে  আমার সুখ দুঃখ ভাগাভাগি করছি
একটু স্বস্তি পাওয়া হল।
পৃথিবিটা এমনই একটি স্থানে করছে বসবাস
সহনশীলের জন্য বহন করতে করতে হিমালয় হয়ে যাওয়া
তবুএ একটু উষ্ণতার দেখা পাওয়া যায় না,
বিনিময় নেই মানবতার ।
নতুন রূপে মানুষ যেন,
বেঁকে বসলো ধরাতল।
প্রত্যেক টি মানুষ নিজেই নিজের,
সাংবিধানিক আইন তৈরি করে চলছে।
কারো জন্য নেই কারো করুনা,
নেই সহমর্মিতা,
নেই পিছুটান।