আমি আর তোমাদের
রঙিলা রংপুরে নাই
আমি এক বাঁশি
কদমতলার শোভা
এই বন্দি জীবন আমার জন্য নয়।
আমার বৈরাগী মন
আমার প্রজাপতি মন
জন্মলগ্ন থেকেই বন্দি
জীবন কে ছাই করেছি
শ্মশানের অনলে
আমার ব্যথিত জনমে
ব্যক্তিগত স্বাধীনতা ছিল না কখনো
হবে না এখনো
হারিয়েছি তাহা লীলাকুঞ্জের আঁধারে।
পাওনা আছে অনেক
এর জন্য আমি একজন কে দায়ী করছি
সে লীলাকুঞ্জের খেলনিওয়ালা
আমাকে সে রিয়া না বানিয়ে
রাবেয়া বশরির মত প্রেমময়ী
অদ্বিতীয়া সেবিকা বানাতে পারতো
আমার জন্য এটা নির্মম
অবিচার করেছে।