আমি কবি মানুষ ভাই , মূলতো ফেরারি ,
কখন কোন বটের ছায়ায় হারিয়ে ফেলি মন
নিজেকে বুঝা দায় ।
কখনও সাজি গৃহত্যাগী বৈষ্ণব ,
কখন দেবদাসের পার্বতী
বহুরূপে রূপান্তিত হই ।
কল্পনায় হাজার ও কোটিবার
চরণ চুম্বন করি জন্মান্তরের ঊধর্বতম মুল্লুকের প্রণয় রাজের
পোষণ করি তারে অতি যতনে, হৃদয় রাঙাই সাত রঙে ,
ভাই-
আমি তোমাদের নাগালের বাইরে থাকতে চাই ।