হাওর পারের  মেয়ে আমি জানাই গো সালাম
বারেক ফিরে দেখো তোমরা ,
আমরা বাংলারই সন্তান বান বন্যাতে ডুইবা আছি নাই কো ঘরে ধান
কী খেয়ে যে যাবে বছর হাতে নাই কো কাজ
লক্ষ লক্ষ মানুষ আমরা ,আছে আরও পশু-পাখি
কারো ঘরে অন্ন নাই কৃষাণ কেমনে বাঁচে ?
বোরো ধানের আশা এখন ছেড়েই দিতে হবে ,
হাল চাষের গরু গুলো বেচে দিতে হবে ,
হাজার হাজার হেক্টর জমি আছে হাওরে
ভূঁইয়া নামে খেতাব ছিল যাদের ভূমি আছে ,
এখন ওরা নিঃস্ব হল বছর বছর বন্যাতে ।
তাই তো এখন আশ্রয় চায় দেশ নেতারই কাছে ,
মিল করখানা কিছু হলে  হতো রাস্তা ঘাট, সরকার থেকে  
আসতো যদি মেডিকেল একটি হবে এই ডাক ,
কত ডাক্তার নিতো জন্ম এই হাওরেতে;
ঢাকা বাসী ভালোই আছে যত্ন নেয় যে সরকারে ।
ছয় মাস আমরা পানির সাথে নড়ে চড়ে চলি যে
রাস্তা নাই হাওর জুড়ে কোথাও একটা ভাই
প্রসব কালে কত মা'ই রাস্তায় মারা যায়, হসপিটালে নিতে নিতে সময় যে হারায়।
এমন করে কেন আমরা বঞ্চিত হলাম ।