স্বস্তি পাচ্ছি না ।
একটা কৌতুহল আমাকে ,
সারাক্ষণ বিচলিত করে;
ফাল্গুনে তোমার আলাপনে ,
পৃথিবী মুখরিত হয়,
এমন কি আমিও সজীব হয়ে উঠি।
তারপর আলাভোলা পৃথিবীকে ফেলে,
কোন বনে লুকোচুরি করো কোকিল?
জানি পাখিরা দূর দূরান্তে উড়ে যায়,
ফিরে সাঁঝের বেলা।
তোমার তমাল বৃক্ষের কার্ণিশে,
আমি সেই সময় গিয়েছিলাম।
সে-বললো,
তুমি না-কি,
আজকাল আসো না?
মানুষ জাতির মত তোমারও  কি?
প্রেম আছে ?বিচ্ছেদ আছে?
কে তোমাকে ঠকিয়েছে?
আমার কাছে বলো-
বলো কোকিল বলো-
একবার কুহু কুহু বলো।