আকাশ কে প্রশ্ন করেছিলাম
তুমি কি মনের অজান্তে হারিয়েছো?
কোন মনের ছায়া পথে?
সে বলে ,না-না
আমি তোমার মত নই বোকা।
বেরসিকের সনে আমি
লেনাদেনা পন করি না
বাতাস কে প্রশ্ন করেছিলাম
তুমি মন বিনিময় কাহারও আবদ্ধে
জড়িয়েছিলে জীবন?
সে বলে,না-না
আমি তোমার মত নই বোকা।
প্রেমিকের সনে আমার প্রেমের মিতালী,
পাষানের সনে নহে।
মৃত্তিকা কে প্রশ্ন করেছিলাম
আমাকে নিয়ে
তোমার কোনো উত্তর আছে?
সে বলে ,না-না
আমি তোমার মত নই বোকা।
নিজেকে সমাধী দিয়েছি,
জীবনের প্রথম বসন্তে।
সেই প্রেমের বৃক্ষ দেখ কত অট্টালিকা,
কত বনফুল কত শিমুল পলাশ  কৃষ্ণচূড়া,
প্রেম কর আমার সনে মিশে যাব নিবিড় হয়ে।