সীমানা যখন পেরিয়ে গেল
জটিল আমার প্রণয় ব্যাধি
তখনও বুঝিনি আমি, কী যে হচ্ছে আমার।
ডাক্তার বললো ,
হায়!হায়! মরে তো যেতে তুমি
আর একটুর দায়।
ডাক্তারের কথায় ঘাবড়ে পড়িনি আমি।
হয়নি বিশ্বাস আমার
মজলুম তো মরেনি
আহা মরি  কোন ব্যাথায়
ডাক্তারের আদেশক্রমে ডায়াগনসিস হলো।
কোন ব্যাধিতে আক্রান্ত আমি?
হেজিটেশন আছে বলে দিয়েছেন।
আরো বললেন ঘুমাতে তড়িঘড়ি।
চিন্তামুক্ত  থাকবেন।
ডাক্তারের কথায় মন হেসে গড়াগড়ি দিচ্ছে
হৃদয়ের মন্ডপে তা কি করে হয়?
আমি কি শোপিস শোকেসে সাজানোর?
আমার ক্ষুধা তৃষ্ণা আছে।
মন প্রাণ আছে,
তাদের বিনোদন আছে।
আমার কাছে তারা কইফিয়ত চায়।
কি করতে পৃথিবীতে এসেছি?
নিজের চলা গতির নোঙ্গর নিজে পরিচালনা করবোনা?
স্বামী-সন্তান, ভাই-বান্ধব,প্রতিবেশী
সবার ইজ্জ্বত রেখে চলতে হবে?
মনের সুখে গলা খুলে একটি গানও গাওয়া যাবে না?
গুনাহ্'র দোহাই আছে
কিন্তু মন তো ভাল থাকে না
গান গাইতে চাই
নয় প্রাণ হারাই,
তাই ভাল থাকতে পারছি না।