আমি তো নেশার পাত্রে ঠোঁট ভেজাই না
নেশা নেশা লাগে তবু , বুঝে পাই না ,
আবার মহারাজার রূপ ধরি ....
কাউকে পরোয়া করি না ,
হা  হা  হা মূলতঃ আমি একঘরে  চাকরানী ॥
আমি টাল নাকি পৃথীবী মাটাল
গোলক ধাঁধাঁয় ঘুরছে ,
ঘুরছি আমি ঘুরছো তুমি সীমা হারা
কাল-মহাকাল ।
যেন পর্যটন দপ্তরে সাজানো মাটির পুতুল ।