সূর্য যোগাসনে বসেছে মধ্য আকাশে
সোনালি সুফলা মাঠ প্রান্তর মায়াবী বায়ু ঝিরিঝিরি নৃত্য তুলেছে
মেঘের উপর দূরে আমি তার লাবনী দেখছি
আগে গেলাম কুঠিবাড়ি তারপর বর্ধমান
পার হয়ে এলাম কালিনীর তীরে গেলাম বছিরায়
উচাটন আমার কল কল ঢেউ তুলে
শান্তি নাই স্বস্তি নাই
ভীষন ব্যাধিতে আক্রান্ত আমি
ডাক্তার ,ওঝা ,কবিরাজ কত খেয়েছি গুলে।
একটি বিন্দু হ্রাস পায়নি শুধু শুধু কল কল করে পিপাসা বাড়ে।
বজ্রপাত আর গর্জন আসলে আমার প্রেমের জন্য
একজন দার্শনিক খোঁজা,
প্রেম যে আমায় বেহায়া বানালো
বানালো বঁধনহারা
কুকুর বিড়াল পাখ-পাখালি
অন্ধ লুলা রাস্তার রাজা মহারাজা
সবাইকে দিব্বি আমার প্রেমিক মনে হয়।