প্রেমকে তুমি কলঙ্কের
পাল্লায় মাপছো
এটা তুমি ভুল করেছো
আমার মানবাধিকার  
সৃষ্টির নাজরানা প্রেম।
তোমার কথা যদি সত্য হয়
প্রেম কলঙ্ক অশ্লীল
তবে সৃষ্টির রহস্য কি?
আদমের তরে কেন হাওয়া
কাননে কেন অলি হাটে বারংবার
তুমি বড্ড বোকা
যে চিজ
মানব প্রাণ জয় করেছে ।
তাকে তুমি অপবাদ দিচ্ছো
এটা তুমি ভুল করেছো
তোমার সুন্দর দুটি  চোখে
কালি যখন পড়
নয়নে সে কাজল কালিই বটে
তোমার সু দৃষ্টি তাকে কাজল বলে।
এমন ভুল তুমি কখনো করো না
কারো প্রেম কে অপবাদ দিও না
যে জীবনে প্রেম নেই
তাকে ধিক্কার দিও।