প্রেম খুব প্রতারক,
নিঃশ্ব করে দুঃখ দেয় বেমানান
প্রেম খুব হৃদয়গ্রাহি নরকসম যন্ত্রনাময়
প্রেম খুব দূর্গম শক্তি উজ্জিবিত করে সত্তার সন্ধানে
প্রেম খুব পবিত্র সূচি করে শুদ্ধ করে।
আনন্দ বাজারে মিলনপণ্য স্বর্গ শুধা খরিদ করে
প্রথমত প্রথমবার আবির্ভাব হয় যার বাঁকে
মুকুলে মুকুলে  কম্পন কলি ফুল হয়ে ,
মৌ মৌ মৌনতায় মাথা নত করে।
সব ধোঁয়া ধোঁয়া,
শুধু প্রেম অঙ্গন স্বর্গ পুরী।
সেথা স্বর্গেই সে রয়।
কখনো কখনো যদি দুর্ভাগ্য ক্রমে ছাড়াছাড়ি হয়
কাঁদে মরু সাহারা
অঝর ধারায় নয়ন,
মরার আগেই মরণ
স্বর্গ নরক প্রেমের মাঝে
যে করেছে জয়,
সে স্বর্গে রয়।
যার পরাজয় ,
সে নরকে রয়।