অন্তহীন রূপ অরণ্যের সন্ধানে অনন্তকাল
বসুমতির বুকে বিনিময় করলাম
কাঁদলাম- হাসলাম
ঘুমালাম- জাগলাম
ভালবাসলাম-নিঃস্ব হলাম
ডাক আসবে ডাক আসবে কলতান
কাক ডাকা সন্ধ্যায়।
ভাবতে আমার ভাললাগে না এই খাদ।
প্রকৃতি তো আমার জন্য মানান সই
আমি আর কেন স্বর্গ চাই।
স্নায়বিক প্রশান্তি তো মন জুড়ানো
কিছু কিছু দাঙ্গা আছে খাদ সম
জৈবিক উর্বতায় আছে রহমত
তাই জনসংখ্যা  তুঙ্গে
স্বস্তি ও দুঃখ দুজন দাড়িয়ে আছে পাশাপাশি
অনন্তকাল নিজের  মাঝে নিজেই  ধূসর।