একটি ভ্রমণ কাহিণী লিখতে আমার হৃদয় কেঁপে ওঠে
সেখানে মানুষ মানুষের রক্ত শোষণ করে ,
বৃক্ষরা মাতৃ স্নেহে দাঁড়িয়ে খাদ্য দান করে ॥
ভয়ংকর দেশ রাত হয় দিন হয়
সুনামি আইলারা কত আঘাত হানে
প্লাবনে ভাসায় কূল রোদে দগ্ধ করে ॥
আমি সেখানে দাঁড়িয়ে প্রেম চাই  কার কাছে
শত বার হাতছানি দিয়ে ,
শত বার দিয়েছে ফিরায়ে ॥
আপন বলতে কেউ কারো নয়
কেউ নেয়না  কাউকে  কোলে তুলে
হিসাব কষে শুধু হিসাব কষে
নিজের মাথার ছাতা কি ঠিক আছে ।