আমার ভগ্নবক্ষে অনির্বাণ শিখা জ্বলছে জ্বলছে ,
নয় কোন তছনছ নয় ছলচাতুরী ।
সে জ্বলবেই পিরিতি কুঠায় প্রহরী হয়ে
লোকে কি জানে জ্বলন্ত বেদনার ঘাত
পুড়ে হিয়া ছারখার জানে না দেহ ,
কে করবে কার খবরদারী ,
আমি তো জানি আমার ভগ্নবক্ষের ফাঁটা বেশে
আজও ঝরছে মরা খুন ,
কে ভাঙ্গলো বক্ষ আমার তীর বিহীন ?
ঈশ্বর থাকে যদি এই মহিমাতে
বিচার রেখেছি ঈ্বশরে তাই
আমার চিতা পোড়া ছাই তোমার ললাটে লাগাবে
বিচার আমি চাই।