কৃষ্ণচুড়া তুমি যে সেজে বসে আছো সবুজ পাতা মালে ,
বুকের ভিতর টুকটুকে লালফুল ফুটিয়ে ,
তুমি শ্যামলা মায়ারে রূপ চুরি করে বসে গেছো
শান্ত হয়ে উঁচু চুড়া দেখে ।
কৃষ্ণচুড়া ,তুমি কৃষ্ণের দেখা কোথায় পেলে
কৃষ্ণ-কে ভালোবেসে তার নামে নাম রাখলে ,
ওগো কৃষ্ণের শুভাকাঙ্খী বন-সাজ তোমার শোভায় মুগ্ধ আমি
তাই বারবার যাই জলের-ঘাট
তোমার দেখা পেয়ে প্রজাপতি হতে চাই
নিজেকে ভুলে ।