নদী আর নারী চিরকাল
ছুঁয়ে যায়  একূল ওকূল
স্বেচ্ছায়সইছে দুঃখ
ভাঙ্গনেই তার সুখ
চরে হারায় মিলন মোহনা
নদীর মত নারীও
বিরহে নিরব থাকে
করনীয় কিছু নাই
নদী নারী দ্বারা বিবরণী
এক ডালে দুটি ফুল
কারো ডাঙ্গায় বাস কারো মোহনায়
বিজয়ের মালা কেউ পরেছে
কেউ পরাজিত
নারী তো পুড়ে পুড়ে হলো সুন্দর
নারী সুন্দর করেছে পৃথিবী
নিজেকে শূন্য করে
নারী হাসতে পারে
অন্যের সুখে সব হারিয়ে