মনের ছোট্ট বাড়িটি লিখা ছিলো
কাব্যের মাধবী কুসুমের নামে ,
ভেবে ছিলাম চিরদিন জল ঢালবো ঐ কাননে
আচমকা এলো প্রলয়ংকয়ী ঝড়
নিরাশার ভেলায় ভেসে যাচ্ছে সুখের মন্ত্র-বোনা প্রতিক্ষা
কি জানি কেন কার আহবান পৃথিবীতে সাড়া দিলাম
উদয়ের গান হয়ে
বুকের গহীনে সঙ্গোপনে আশার সেতু বন্ধন
বহুদূর দোলনায় ভাবতাম সুতোয় বাধা
এখনও দূরে যেতে পারবোনা কিছুতেই না।
ভীষন  যন্ত্রনা ভাল লাগে না
মানুষ শুধু শুধু ব্যাথা দেয়
দিকহীন পথে অজানাতে তন্ময়
রাখাল বাঁশির সুরে।