বুকের পাঁজরে দীর্ঘশ্বাস সাগরের মতো গর্জে উঠে
তামাটে মুখ মন্ডল।
উদাসিন ছদ্মবেশ
জগতে আনন্দধারা উতলিয়ে উঠেছে,
দিশাহীন পথ ভোলা ক্ষুধার্ত এক মানসী আমি
শুধু সংশয় সংশয় গর্জন করি।
টানি গ্লানির বোঝা।
নিজ চোখে দেখি হালচাল,অন্যায়কারীর মার্কা
সাদা মানচিত্রের
উল্টা পাল্টা সব মুখোশধারী
কাজ করেনি জায়নামাজ।
সুদ পান অনবরত চলছ
আনন্দধারার স্বচ্ছল জলে তারাই শুধু নাচছে।
মজলুমের সুঠাম দেহ তিলে তিলে পাতা সমতা হচ্ছে
এইভাবেই বিচার-অবিচার কে  কি করছে?