সব ভুলে যাওয়াটাই স্বাভাবিক
তাইতো প্রসব ব্যাথার মত
কষ্টের মুহূর্ত ভুলে আছি
আট ঘন্টা দশ নম্বর সতর্ক সংকেত ছিল
পেট প্রকৃতির গোলযোগ
লাগাতার মৃত্যুর পরোয়ানা নিঃশ্বাসের সাথে আজরাইলের
আসা যাওয়া রক্ত পানির প্লাবন বইছে।
এই পথেই আসবে সৃষ্টির সওদাগর এবং সকল জাতি
সব মেছাকার নম সার করে নতুন সূর্য উদয় হলো
প্রসব ব্যাথা অনুভব করলাম
আমি মা হলাম সৃষ্টিতে হলাম বিশ্বাসী
নিজের সুরত্ নিজের সৃষ্টি আজব তামাশায় পরলাম
প্রভু নামের দারুন রহস্য মানুষের ভিতরে মানুষ
আপন দিয়ে আপনাকে বানায়
কেউ যদি ভাবে তারে নিরাগত পাগল হবে সে
ঘর ছেড়ে বাহিরে যাবে জাত কুলমান বুঝবে না সে
আমার ঠিক অযনি দশা খাঁচায় এক বন্দি পোষা
ফিরে যায় নাফেরা দীপান্তরে আবার ফিরে
উড়ে উড়ে পবিত্র ছোঁয়ার আনন্দ লোভে।