উত্তরায় বাবুর বাড়ি টাকা কড়ি আছে ঢেড় প্রতিদিন সকালে
হয় মুখ দেখাদেখি
এই পরিচয়টুকু দাবি করে ফেরীওয়ালার মত কাছে গিয়ে
সালাম দিয়ে বললাম   বাবু,বই কিনেন একখানা ,আমার নিজের লেখা বইখানি ।
হাতে নিয়ে বাবু বলল কী আছে লেখা এই বইয়ে ,
যা পরে আমার নেকী হবে
আলহামদু সুরা  আছে নাকি ব্যাখ্যা করা ।
আমি কোমল কণ্ঠে বললাম বাবু রাসুল (সাঃ)
উপর নাযিল হয়েছে কুরআন  একমাত্র উনি তার ব্যাখ্যর আধিকারী
আমি তো কবি মানুষ বিনোদন আছে বৈকি ,
বই খানা পড়ে যদি ভালো লাগে তাই দিবেন দাম
বাবু অবহেলার হাসি হেসে বলল দুঃখিত
বইটা যে টাকায় খরিদ করব সেই  টাকা দিয়ে একখানা বটবৃক্ষ কিনবো, লাগাবো রাস্তার পাড়ে ,
পথিক বসে ছায়া পাবে আমি নেকী পাবো ।
আবারও আলী বাবার মর্জিনার মত হেসে বললাম ,
বাবু , মওলানা জালালউদ্দিন রুমি ছিলেন একজন কবি
উনার লিখায় আছে পথ চলার দিশারী ,
জোনাকী ছোট্ট আলো অন্ধকারকে নৃত্যের ছন্দে ভুলিয়া রাখে
বেদিনীর কাছে থেকেও শিখার অনেক আছে ওদের যাদুমাখা মুখ
মায়াবি বচন আমাকে হতভম্ব করে তোলে এক নিমিশে ।
তারপরও বাবু বইটি নেয়নি হাতে অবহেলায়
হেসে হেসে বলল কবিতা পড়িনা দঃখিত ।
  



,