সাক্ষী আছে কৃষ্ণচূড়া সাক্ষী শিমুল পলাশ সেথায় বসে কাঁদছি আমরা
নিরন্তন এক ইতিহাস ।
বায়ান্নতে শহীদ হলো ভাই সালাম ,বরকত ,রফিক ,জব্বার
বাংলাভাষার রাখতে মান
কোথায় আছে এমন নজিরবিহীন হৃদয় বিদারক মানহানী ,
কায়েদে আজম জিন্নাহ ছিলো আমার ভাইয়ের খুনি
এখানেই হয়নি শেষ বর্বরতা একাত্তরের গনহত্যা-বঙ্গবন্ধু শেখ মুজিবকে সেল দিয়ে জেলে রেখে ,বুদ্ধিজীবি হত্যা ।
বহু কষ্টে ফেরে পাওয়া আজকের একুশে ফে্ব্রুয়ারি
সালাম ,বরকত ,রফিক ,জব্বার আরও যারা দিয়েছে প্রাণ
যাদের রক্তে স্বাধীন দেশে মায়ের ভাষায় লিখছি গান ।
বাংলাতে জেগে উঠেছে বাঙ্গালীর মহৎ প্রাণ-প্রণাম ,প্রাণঢালা প্রণাম
শত সহস্র কোটি সালাম ।