ক্ষুধার্ত নই আমি ,
একজন প্রেমিকের প্রিয়া করবি
আমি একাকিনী নই,তুমি নেই বলে
তোমার বিরহের বাহক,
নীল নীল টিপ গড়া গড়ি দেয় ললাটের উঠানে
শত শত তুমি হয়ে আমাকে কাঁদাও
আকাঙ্ক্ষিত প্রেম ক্রমাগত খুঁরে খুঁরে খাচ্ছে বুকের মাটি
ঈশ্বর স্বাক্ষী কী নিদারুণ জ্বালায় জ্বলছি
আনন্দে উল্লাসে ভাসছে লোকালয়
ফুল হাসছে বাগান বাড়ি ভ্রমর আগমনে
বিষণ্ন ছায়া বলে
আমার বনে হবে গো ঘর
পাখিরা সব সহচর
হাওয়া আলিঙ্গন করবে মধুচন্দ্রিমা রাতে
মনপুরা বাঁশির সুরে কাঁদব আজীবন
আমি প্রিয়া হব এক মহা প্রেমিকের ।