সব ভুলে যাও যদি সহসা
প্রতিশ্রুতি দিয়ে পাতা ঝরা দিনে,
তোমার সাথে রক্তের রং মিলে যায়,
কামতৃষ্ণা জাগে সহসা।
বৈরি বাতাসে প্রেম স্বপ্নের বীজ বোনা কুঞ্জ লতায় ফুটছে,
মুকুল বকুল হয়ে ঝরছে সকালে।
তারাও আপেক্ষিক সূর্যের মতো অতন্দ্র পাহারায়,
ক্রমাগত আরো কিরণ বাড়ছে তেজীনীর।
কচমচ বাহার মহিনি মালন্ঞ্চে,
সূচি ছিল সর্বক্ষন তোমার আশায়,
বৃত্ত যেমন কুসুম এক খোলসের বাসিন্দা।
তৃষ্ণার্ত হৃদয়ে ব্যাকুলতা সহস্র নীড়,
ভাঙ্গে আর গড়ে।
জগৎ সংসার আঙ্গিনাতে একটি নীড় চাই,
একটি রাত চাই,
যে রাতে হবে মহামিলনের দর্শন;
নগ্ন দেহে করুন মূর্তির রূপে,
প্রার্থনা করবো চরণে রেখে মাথা,
ক্রন্দন যত আছে সঁপিবো সহসা।